Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ধোবাউড়া উপজেলা ও ইউনিয়ন পরিষদেরে জনপ্রতিনিধি গণের ৩ (তিন) টি বিষয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত।
Details

২২ ই আগষ্ট ২০১৪ ইং ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের কে তিন টি বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। (১) যৌথুক নিব না এবং দিব না (২) আমরা নারী নির্যাতন করব না, (৩) বাল্য বিবাহ দিব না এবং করব না এই তিন বিষয়ে জণপ্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক। তারই অংশ হিসাবে বিকাল ৩ টায় গন্যমান্য ব্যক্তির উপস্থিতে ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে িইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম সহ সকল মেম্বার , সচিব ও উদ্যোক্তাদের কে ৩ টি বিষয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক । এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন কামাল খান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান ময়মনসিংহ জেলা প্রসাশকের সমগ্র জেলা ব্যাপি সচেতনা মূলক কর্মসূচি অংশ হিসাবে এই শপথ বাক্য পাঠ করানো হেয়েছে। মো: বিল্লাল হোসেন ডিজিটাল সেন্টার পরিচালক ৩ নং ধোবাউড়া ইউপি ধোবাউড়া , ময়মনসিংহ।

Images
Attachments